Forum for Energy Reporters Bangladesh
Image default
Bangla News

বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কমতে পারে

বিদ্যুতের মাস্টার প্ল্যানে ২০৩০ সালের মধ্যে মোট উৎপাদন ক্ষমতার ৩৫ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুতের কথা বলা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কমানোর কথা ভাবা হচ্ছে। তাই পরিকল্পনাটি পর্যালোচনা করা হচ্ছে।

গতকাল শনিবার এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ‘জ্বালানি খাতে কার্বন নিঃসরণ কমানো’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) নুরুল আলম বলেন, মাস্টার প্ল্যান রিভিউয়ে কয়লাভিত্তিক কেন্দ্রের সংখ্যা কমানো হবে। বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব সুলতান আহমেদ বলেন, সরকারের একার পক্ষে কার্বন নিঃসরণ রোধ করা সম্ভব নয়, এতে বেসরকারি খাতকে যুক্ত করতে হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ বলেন, সাশ্রয়ী বিদ্যুতের জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজন রয়েছে। স্রেডার সাবেক সদস্য সিদ্দিক জুবায়ের বলেন, ২০৩০ সালে ১০ শতাংশ অর্থাৎ চার হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের কথা। এর থেকে অনেক পিছিয়ে আছি। খনি প্রকৌশলী মশফিকুর রহমান বলেন, সাশ্রয়ী জ্বালানি প্রধান লক্ষ্য হওয়া উচিত। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কয়লার দূষণ কমবে।এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উৎপল ভট্টাচার্য।

Related Posts

যিনি আবেদনকারী তিনিই বিইআরসির বিচারকের আসনে!

FERB

বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

FERB

গ্যাসের সংকট প্রকৃত নাকি কৃত্রিম!

FERB