Forum for Energy Reporters Bangladesh
Image default
Bangla News

ঢাকা শহরের বিদ্যুতের তার ৪ বছরের মধ্যে ভূগর্ভস্থ হবে: নসরুল হামিদ

ঢাকা শহরের বৈদ্যুতিক তার আগামী চার বছরের মধ্যে ভূগর্ভস্থ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এরইমধ্যে ধানমন্ডি এলাকায় তার ভূগর্ভস্থ করার কাজ চলছে।

সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় স্মার্ট গ্রিড, স্মার্ট মিটারসহ আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে এ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও দৃঢ় করা হবে বলেও জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ‘সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নানাভাবে প্রণোদনা দিচ্ছে। বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের নয়টি স্থানে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত উইন্ড ম্যাপিং করা হয়েছে। বায়ুর বেগ ৫ দশমিক ৭৫ মিটার/সেকেন্ড থেকে ৬ দশমিক ২৫ মিটার/সেকেন্ড বিবেচনায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বায়ু থেকে পাওয়া যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে। নারায়ণগঞ্জে বর্জ্য থেকে ছয় মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিদ্যুৎ ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর কাজ চলছে।’

তিনি জানান, সৌর বিদ্যুৎ থেকে এক হাজার ৫৭০ দশমিক ৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পর্যায় অনুমোদন পেয়েছে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বর্তমানে ৬৫০ দশমিক ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে সোলার আছে ৪১৬ দশমিক ৩৯, বায়ু দুই দশমিক নয় ও জলবিদ্যুৎ ২৩০ মেগাওয়াট।

২০৫০ সালের মধ্যে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিতে লক্ষণীয় সাফল্য দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Posts

বিদ্যুতের সিস্টেম লস কমছে বাড়ছে দেনা-পাওনা

FERB

বিতর্কিত ও বেশি দরদাতা কোম্পানিকে কাজ দেওয়ার ছক

FERB

এনার্জি বাংলা

FERB