ময়মনসিংহের কেওয়াটখালীতে গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার পর পুরো বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পানাত শাহ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার পর তাদের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, গ্রিড সাব স্টেশনে আগুন লাগার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
“কখন আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে, এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কী কারণে আগুন লেগেছে, তা বুঝতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা পানাত শাহ বলেন, ‘মার্শেলিং বোর্ড ওভারহিটেড’ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পিডিবির ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বিভাগের চার জেলায় তাদের গ্রাহক রয়েছেন সাড়ে ১০ লাখ। তার মধ্যে সাড়ে ছয় লাখ গ্রাহক এখন বিদ্যুৎহীন আছেন।